রূপকথার গল্পগাঁথা
বইয়ের গন্ধে মোড়া পাতা ...
সেই কোন ছোটবেলায় শোনা আর বইয়ের পাতায় পড়া রাজা , রানী , মন্ত্রী , সেনাপতি , রাজপুত্র , রাজকুমারী , রাক্ষস , খোক্কস , ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী , তেপান্তরের মাঠ , সোনার কাঠি , রূপোর কাঠির গল্প। বইয়ের পৃষ্ঠা থেকে মনের আঙিনায় জীবন্ত হয়ে ওঠা চরিত্রগুলি আজ বড় বেলায় এসে ফিঁকে পড়ে যায়। হাথ বাড়িয়ে আঙ্গুলগুলি বইয়ের পৃষ্ঠা ওল্টাতে যায় কিন্তু গিয়ে পড়ে Mouse বা Touch Screen - এর ওপরে। চোখের সামনে বইয়ের অক্ষর নয় Computer বা Mobile Screen ভেসে ওঠে। বইয়ের পৃষ্ঠা ওল্টাবার গন্ধ নেই তাতে। এ যে Cyber যুগ , Mouse Click - এ E-Book পড়া , Game খেলা। আগের বই পড়ার নেশা এতে এসে ঠেকেছে।
এখন কোন বাচ্চার হাথে গল্পের বই উপহার দিলে সে জিজ্ঞাসু নেত্রে তাকিয়ে এই কৌতুহল প্রকাশ করে না যে বইটি কার লেখা বা কী সব রোমাঞ্চকর গল্প ও চরিত্ররা আছে এতে। তার প্রশ্ন থাকে -
" এটা কি Video Game ? "
এ হল Advance যুগ , প্রযুক্তি কথা বলে এখানে। বই পড়া যে সেকেলে ব্যাপার ! প্রচুর মাথা খাঁটিয়ে ভাবতে হয় সেখানে। আর বর্তমান প্রজন্ম ভাবতে নারাজ। সবকিছু Instant চাই এখন , অনেকটা সেই Ready to eat food এর মত , চটপট রান্না ঝটপট গলাধঃকরণ। সময় কই একটা বই নিয়ে পড়ে , উপলব্ধি করে , অনুভব করে মনের গভীরতা বিস্তারের। তার থেকে ওই সময়টায় Phone বা Online Chat বা Game ও Shopping Page ঘাঁটায় অধিক মনোযোগীর দল ক্রমশঃ ভারী হচ্ছে।
আর যারা এখনো মাথার কাছে পুরনো গন্ধওয়ালা বই নিয়ে ঘুমোতে যায় , আজও বইমেলা চত্বরে ভীড় জমায় শুধুমাত্র চপ , কাটলেট , চাউমিন , বুড়িরচুল , আইসক্রীম খাবার লোভে নয় বা হুজুগে পড়ে কেবল Selfie তুলে facebook , WhatsApp বা Instagram - এ Post করবার তাগিদে নয় , ভাল বই খোঁজা এবং পড়ার তাগিদে তারা কে ! বইপাগল সেকেলের দল ! যারা একালেদের সাথে পা মিলিয়ে চলতে অপারগ। পৃষ্ঠা পাল্টাবার গন্ধ যাদের মাতাল করে আজও , বই পাড়ায় এসে পা থমকে যায় হাজারো বইয়ের মেলায়। বই দেখে , বই ছুঁয়ে নিজেকে শ্রেষ্ঠ সুখী মনে হয় , বই হাথে পেয়ে সব পেয়েছি ভাব চোখে-মুখে ফুটে ওঠে।
রূপকথারা কিন্তু এখনো আনাচে-কানাঁচে বইয়ের পাতা থেকে উঁকি-ঝুঁকি মারে। এক বাচ্চাদের বইয়ের দোকানে সেদিন চোখে পড়ল একটি ৭-৮ বছরের বাচ্চা মেয়ে হাথে ঠাকুমার ঝুলি নিয়ে খুশিতে ডগমগ হয়ে তার মা কে ডেকে বলল
" এই দেখো মাম্মা কী পেয়েছি ! যে Story - টাই তুমি কাল বলছিলে এখানে আছে সেটা। এই বইটা আমি নেব ".
মা উত্তরে হেসে সম্মতি জানায়। মেয়েটি বইটি খুলে প্রথম পৃষ্ঠাটি নাকের কাছে তুলে ধরে আর বলে ওঠে -
" অাহ্ ! কী সুন্দর গন্ধ ! "
দেখে মনে হল এই তো গল্পরা এখনো বইয়ের পাতা থেকে হারিয়ে যায়নি।