স্বনামধন্য লেখক সুনীল গঙ্গোপাধ্যাযের আত্মজীবনীমূলক রচনা " অর্ধেক জীবন " - এ একটি বিশেষ শব্দের উল্লেখ ছিল যেটা পড়তে গিয়ে চোখ আটকে গেছিল , আর তার মর্মার্থ উদ্ধার করতে আরো খানিকটা আত্ম-অন্বেষণের পর্যায় পৌছানো যায়। সেই শব্দটি হল -
" অপছন্দের গন্ধ "
আমাদের চারপাশে পরিচিত , আধা-পরিচিত , অপরিচিত বৃত্তে এমন বহুজনের সাথে সংযোগ স্থাপিত হয় যাদের মধে কাউকে আমরা পছন্দ করি বেশী বা কম করে , তেমনি অপছন্দেরও কম - বেশী তারতম্য হয়ে থাকে। সেই ব্যক্তিবর্গ আমাদের সম্পর্কে ভাল - মন্দ মতামত পোষণ করে থাকে। একটু পর্যবেক্ষণ করলেই বোঝা যায় সেটা , একেই বলা হচ্ছে পছন্দ বা অপছন্দের গন্ধ। পছন্দের গন্ধে কারোর কোনো অভিযোগ বা আপত্তি হতে পারে না বরং সুগন্ধি সুবাসের মত সে মন ভাল করা হয়।
আর অপছন্দের গন্ধ ! সে যদি বোঝা যায় তাহলে তা মোটেই সুবাস বহন করে না. যেমন বাইরে থেকে ওপর ওপর দেখলে হয়ত মনে হল একজন আরেকজনকে বেশ পছন্দ করছে বা ভাল লাগছে কিন্ত অভ্যন্তরস্থ পছন্দের মর্ম তা প্রকান্তরে অপছন্দ। কিন্ত কিছুটা লোক দেখাতে বা কিছুটা নিজের সঠিক মনোভাব প্রকাশ না করে বা কখনো স্বার্থের প্রয়োজনে পছন্দের ভাণ করছে সে।
তাই বলে কি অপছন্দের গন্ধ সেই ব্যক্তি পর্যন্ত পৌছাবে না যাকে অপছন্দ করা হচ্ছে ? নিশ্চয় তা নয়। যে ব্যক্তিকে অপছন্দ করা হয় একমাত্র তাকে কিছু অপ্রত্যক্ষ ইঙ্গিতের মাধ্যমে সহজেই অপছন্দ প্রকাশ করা যায় , সেইজন অপছন্দের ঘ্রাণ পেয়েও কখনো কার্যবশত প্রকাশ করে উঠতে পারে না কিন্ত বুঝতে সক্ষম হয় অপছন্দের গন্ধ ক্রমশঃ গাড় হয়ে মিশে চারিদিকে ছড়িয়ে পড়ছে যা তার মজ্জা ভারী করে দিচ্ছে , এমনি প্রকট ও অপ্রকাশ্য সেই অপছন্দের গন্ধ। ....
No comments:
Post a Comment