Monday, January 16, 2017

মেয়ের মত থাকা

  ছোটবেলা থেকে একটা খুব পরিচিত কথা শোনে মেয়েরা "মেয়ে হয়েছো,  মেয়ের মত থাকতে শেখো "...
বুঝতে পারতাম না তখন এই মেয়ের মত থাকাটা ঠিক কী ! কীভাবে থাকতে হবে মেয়ের মত ! 

                      তারপর এটা ওটা দেখে , একে ওকে দেখে শুনে বুঝেছি মেয়ের মত থাকতে শেখাটা অন্য্ মেয়েদের দেখে শুনে মেয়েরা এমনিতেই শিখে যায় , ছেলেরাও এই মেয়ের মত থাকা মেয়েদের দেখেই অভ্যস্থ।  মানে এই বেশী হাত , পা , মুখ চালাবে না মেয়েরা , জামাকাপড় সামলে সংযত হয়ে চলাফেরা করবে , মদ খাবে না , সিগারেট ছোঁবে না , রাত করে বাড়ি ফিরবে না , গালি দেবে না , বেশী  ছেলেদের ধারে ঘেঁষবে না , আদর্শ বউ , স্ত্রী , মা হয়ে উঠবে ইত্যাদি এবং ইত্যাদি গুলো হল মেয়ে হয়ে ওঠার শিক্ষা। 


              যদিও ছেলে হয়ে ওঠার এরকম কোন নির্দিষ্ট শিক্ষা ব্যবস্থা আছে কী  না জানা যায় না , কারণ ছেলেদের ছেলে হয়ে ওঠা টা  মেয়েদের মত এত নিয়ম মেনে শিখতে হয় না। 


                             সম্প্রতি বাঁধা ছক থেকে বেরিয়ে পুরোনো সীমারেখা পেরিয়ে কিছু মেয়ে অন্য উদাহরণ স্থাপণ করছে । ... এই ব্যতিক্রমী মেয়েরা যদিও সংখ্যায় কম তবু পথ  চলা তো শুরু হল অন্যরকম ভাবে , এখনো অনেক পথ চলা বাকী আছে , হয়তো এইভাবেই চলতে চলতে মেয়েরা শুধু মেয়ের মত থাকা নয় নিজস্ব পরিচয়ে সম্মানের সাথে থাকতে শিখবে ! পরিচিত হবে নিজ  স্বত্তার সাথে , আর হয়ত থাকতে হবে  না শুধু মেয়ে হওয়ার নিয়ম নীতির বেড়াজালে আবদ্ধ হয়ে , এবারে সে মানুষ হিসাবে আপন দৃষ্টান্ত স্থাপন করবে , সে থাকবে তার নিজের মত করে।  আর পরবর্তী প্রজন্ম মেয়েদের ছোটবেলা থেকে শেখাবে - "মেয়ে হয়েছো ,তোমার নিজের মত থাকতে শেখো "..... 



                       
















\\

No comments:

Post a Comment